// লালমনিরহাট প্রতিনিধি।লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কিসমত বি,এল উচ্চবিদ্যালয়ে ভবনের প্রয়োজন। বিদ্যালয়ে প্রায় ৬ শত শিক্ষার্থী। যে শ্রেণীকক্ষ রয়েছে তা চাহিদার তুলনামুলক না। বিদ্যালয় মাঠের উত্তর পার্শ্বে টিনসেট ঘড়টি তা ব্যবহারযোগ্য নয়। টিনসেট ঘড়টির অদুরে একটি চারতলা ভবন নির্মাণ করা হলে কেটে যাবে শ্রেণীকক্ষের সংকট। আর শিক্ষার্থীদের শিক্ষারমান হবে উন্নতি। ফলে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের সংকট নিরসনের জন্য ভবনটির খুবই গুরুত্বপূর্ণ জানালেন শিক্ষার্থী, অভিবাবক ও শিক্ষকগনসহ স্থানীয়রা। প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন জানান, এই বিদ্যালয় থেকে প্রতি বছর ৭০/৮৫ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে। আর ফলাফল ও সন্তোষজনক। তবে শিক্ষার্থীদের শিক্ষারমান উন্নতির জন্য ভবনটির খুবই প্রয়োজন। কারণ প্রতি বছর শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে।