// লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট আদিতমারী উপজেলার পুর্বদৌলজোড় গ্রামে আনোয়ারা বেগম নামের এক গৃহবধুকে লাঠিসোটা দিয়ে এলোপাতারী মারপিট করে গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নির্যাতিত ওই গৃহবধু আনোয়ারা বেগম আদিতমারী থানায় নুরনবী,আছমা বেগম,আঃ ছালাম,মইফুল বেওয়া,রিপন মিয়া ও হযরত আলীসহ ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্ল্যেখ করা হয়েছে, গত ৩ মে সকালে বাদী আনোয়ারা বেগমের বোন সাজেদা খাতুনকে মারপিট করে বিবাদী নুরনবীগং। এসময় নুরনবীগং সাজেদা খাতুনকে মারপিঠ করে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করেন। সাজেদা খাতুন অসুস্থ থাকায় সে অভিযোগ করলে ওই অভিযোগখানা আনোয়ারা বেগমের মাধ্যমে থানায় দিলে বিবাদীরা আনোয়ারা বেগমের উপর ক্ষিপ্ত হয়েওই দিন সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় তার বড় বোনের বাড়ী থেকে বাড়ী যাওয়ার পথে তাকে গতিরোধকরে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে উল্লেখিত বিবাদীরা। পরে আনোয়ারা বেগমকে হত্যার উদ্দেশ্যে গলায় রশি পেঁচিয়ে টানা হেচড়া করে। এসময় বিবাদী আঃ সালাম তলপেটে কিলঘুষি মারলে আনোয়ারা বেগম অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে রাতে আদিতমারী হাসপাতালে ভর্তি করেন। যার রেজিঃ নম্বর ৩/১৭৪৭ তারিখ ০৪ মে ২০২৩। তার অবস্থা বিগনীত হলে আদিতমারী হাসপাতাল কর্তৃপক্ষ লালমনিরহাট সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে গৃহবধু আনোয়ারা বেগম গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ দায়েরের প্রায় ৬ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।