বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের কাটছেনা অবকাঠামো শিক্ষার্থীদের বসার নেই ব্রেঞ্চ

// লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বসার ব্রেঞ্চ নেই। দাড়িয়ে ক্লাশ করছে শিক্ষার্থীরা।  এছাড়া বিদ্যালয়ের অবকাঠামো কাটছে না। টিনসেট ঘরটি টিন ছিদ্র হওয়ায় সামান্য বৃষ্টি হলে বই পুস্তক গুছিযে নিয়ে দাড়িয়ে থাকতে হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা জানায়,আমাদের বিরম্বনার শেষ নাই। উপর থেকে অফিসাররা আসে দেখে যায় কিন্তু কোন ব্যবস্থা আর করে না। বিদ্যালযের প্রধান শিক্ষক মোছাঃ শরিফা বেগম বলেন, শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছি। তারা ব্রেঞ্চের অভাবে ক্লাশ করতে পারেনা। এই বিদ্যালয়ে প্রায় সাড়ে ৪ শত শিক্ষার্থী রযেছে। এবারে ১০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে। এছাড়া বিদ্যালয়ের ৪ তলা ভবনটি ২০১২ সালে ভিত্তি স্থাপন হযে প্রথম তলা হলেও অদ্যবদি বাকি ভবন আজও হয়নি। বাউন্ডারী ওয়ালের কাজ সেটিও বন্ধ রয়েছে। চারপাশে তিনি বিপাকে পরেছেন বিদ্যালয়ের অবকাঠামো নিয়ে। এসব অবকাঠামো রোধে দাবি করেছেন শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা।