ঈশ্বরদীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ও ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকেলে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় জমসেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী আবির হাসান মামুনের নিকট হতে ১৯০ পিচ ইয়াবা, ৫ বোতল ফেনছিডিল, একটি বন্দুক, একটি শুটার গান, একটি চাপাতি, ৪১টি তাজা গুলি, ১ ম্যাগাজিন, মোবাইলসহ নগদ টাকা উদ্ধার হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশের সহায়তা নিয়ে সাঁড়া ইউনিয়নের গোপালপুর এলাকা হতে আসামি আবির হাসান মামুনকে গ্রেফতার করি।

সাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, আবির হাসান  মামুন একজন চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের সহযোগীতায় স্থানীয় মেম্বারের উপস্থিতিতে দুইটি অস্ত্রসহ মাদক উদ্ধার হয়েছে।

আসামি মামুনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের হয়েছে।