বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান‘র গাড়ীতে হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর প্রধান নির্বাহী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান এর ওপর হামলা করার প্রতিবাদে ইছামতি নদী উদ্ধার আন্দোলন ও বেলা নেটওয়ার্ক পাবনার উদ্যোগে গতকাল ( ২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দোষীদের অভিলম্বে আইনের আওতায় আনার জোর দাবীতে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উপদেষ্টা পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সাধারণ সম্পাদক জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক ও বেলা নেটওয়ার্ক সদস্য অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, সাংগঠনিক সম্পাদক ড. মনছুর আলম, দপ্তর সম্পাদক শিক্ষানবিশ আইনজীবি মীর ফজলুল করিম বাচ্চু, প্রচার সম্পাদক ও বেলা নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রব মন্টু, পরিবেশ বিষয়ক সম্পাদক ও বাসস প্রতিনিধি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম সুইট, আন্দোলন কমিটির সর্ব সদস্য বঙ্গবন্ধু পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ কে এম আবুল কালাম আজাদ, টিভিআই নাটোর অধ্যক্ষ ইঞ্জি. আবুল কালাম আজাদ, মাছরাঙ্গা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, কৃষিবিদ জাফর সাদেক,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক আলী আকবর রাজু, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, জীবনবীমা কর্পোরেশনের ডিও কবি আজিজা পারভীন, অগ্রণী ব্যাংক লিঃ এর সাবেক ডিজিএম মো. নাছির উদ্দিন, সাবেক সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোজাম্মেল হক, মো. হাফিজ,কালের কন্ঠ শুভ সংঘের সহ সভাপতি বাবলা ওয়াজেদ, কালের কন্ঠ শুভ সংঘের সদর উপজেলার যুগ্ম সম্পাদক কবির হোসেন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, পাবনা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি রমজান আলী, সাংস্কৃতিক কর্মী আসাদ বাবু, উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবীর হৃদয়, বিং হিউম্যান বাংলাদেশের সাআদ ,সাবিতুল আমিন উচ্ছাস, সাদ আহমেদ, আবিদ হাসান, রবিন হোসেন, শাকিল, সামিউর রহমান, ফজলে রাব্বি প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশের নননদী, খালবিল, পুকুর জলাশয় উদ্ধারে বেলার উদ্যোগকে বাধাগ্রস্থ করা তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্থকরার হীন মানুষে যারা বেলার প্রধান নিবার্হীর গাড়ীতে হামলা করেছেন, তাদের খুজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চত করতে হবে। দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্থ করতে চায় তারা কোন দলের বা গোষ্ঠীর হতে পারে না। তারা অসামাজিক, দেশদ্রোহী। অভিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে পাবনা থেকেই শুরু করা হবে কঠোর আন্দোলন।
উল্লেখ্য , বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির কারণে ২০০৭ খ্রিষ্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত “পরিবেশ পুরস্কার”-এ ভূষিত হোন। তার পরিচালিত সংগঠন বেলা ২০০৩ খ্রিষ্টাব্দে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম ঘোষিত গ্লোবাল ৫০০ রোল অফ অনার্স পুরস্কারে ভূষিত হয়। এছাড়া প্রথম বাংলাদেশী হিসেবে ২০০৯ খ্রিষ্টাব্দে তিনি পেয়েছেন ‘পরিবেশের নোবেল’ খ্যাত “গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ”। ২০০৯ খ্রিষ্টাব্দে বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাকে “হিরোজ অফ এনভায়রনমেন্ট” খেতাবে ভূষিত করে। তিনি ২০০৮ খ্রিষ্টাব্দে নেপালভিত্তিক ক্রিয়েটিভ স্টেটমেন্টস এ্যান্ড সাউথ এশিয়া পার্টনারশিপ প্রদত্ত “সিলেব্রেটিং ওমেনহুড এওয়ার্ড”প্রাপ্ত দক্ষিণ এশিয়ার প্রথম পাঁচজন নারীর একজন। এছাড়াও তিনি ২০১২ সালে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচ্য “রামোন ম্যাগসেসে” পুরস্কার লাভ করেন। আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ায় তার পরিচালত প্রতিষ্ঠান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০২১ খ্রিস্টাব্দে “ট্যাংগ পুরস্কার” লাভ করে। ২০২২ সালে তিনি আন্তর্জাতিক “নারী সাহসিকা” পুরস্কার পেয়েছেন।