কিডনিতে পাথর কেন হয় ?

কিডনিতে পাথর জমার বা তৈরি হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে কিছু কিছু বিষয় কিডনিতে পাথর তৈরীর কারণ বলে বিবেচিত হয় যেমন –

  • শরীরে পানি স্বল্পতা। পানি কম খাওয়া।
  • বারবার কিডনিতে ইনফেকশন হওয়া এবং এর জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করা।
  • অত্যাধিক পরিমাণে দুধ, পনির বা দুগ্ধজাত খাবার খাওয়ার অভ্যাস।
  • শরীরে ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত আধিক্য।

কিডনিতে পাথর হওয়ার উপসর্গ-

  • রক্তবর্ণের প্রস্রাব।
  • বমি বমি ভাব। অনেক সময় বমিও হতে পারে।
  • কোমরের পিছন দিকে ব্যথা হওয়া। এ ব্যথা তীব্র তবে সাধারণত খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। ব্যথা কিডনির অবস্থান থেকে তলপেটে ছড়িয়ে পড়তে পারে।