চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আগামি কাল রবিবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। খ্রিষ্টধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচারে এই দিনে ধরায় আগমন ঘটে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের। তাই ধর্মীয় আচার অনুষ্ঠান ও আনন্দের মাধ্যমে এ দিনটি তারা পালন করেন।
বড়দিন উপলক্ষ্যে চাটমোহরের খ্রিষ্টান ধর্মপল্লীগুলোতে বিরাজ করছে সাজ সাজ রব। নানা রঙের আলোয় গীর্জাগুলো সাজানো হয়েছে নতুন রুপে। হরেক রঙের রঙিন কাগজ, ফুল গীর্জার সাজে যোগ করছে বাড়তি মাত্রা। গীর্জার পথগুলোর শোভা বাড়িয়েছে নানান রঙে আঁকা নতুন আল্পনা। সাধ্যমতো বাড়িঘর গুলোও সাজিয়েছেন যে যার মতো করে। এখন চলছে শেষ মুহুর্তের ধোয়া মোছার কাজ।
পরিবারের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকে বাড়ি ফিরেছেন দূর দূরান্ত থেকে। কেনা কাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। সুস্বাদু কেকসহ বিভিন্ন ধরণের খাবারের আয়োজন তো থাকছেই।
নির্বিঘেœ বড়দিন উদযাপনে নিরাপত্তা জোড়দারে কাজ করছে স্থানীয় প্রশাসন।
মথুরাপুর খ্রিষ্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আভাষ গমেজ জানান, হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সম্প্রীতির শহর চাটমোহর। এখানে খ্রিষ্টধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যরাও বড় দিনের আনন্দ উপভোগ করেন।
মথুরাপুর খ্রিষ্টধর্ম পল্লীর ফাদার শিশির নাতালে গ্রেগরী জানান, চাটমোহরে মোট ১২ টি গীর্জা রয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে বড়দিন। এ উপলক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।