সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওযার্ডের কর্মসৃজন কর্মসুচীর রাস্তা সংস্কারে কাজে খুশি এলাকাবাসী। ভুলবাড়িয়া ইউনিয়নের কালোগ্রামের রমজানের বাড়ী হতে আলমের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে।
সরেজমিনে গতকাল শনিবার দেখা যায় ভুলবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কালোগ্রামের রমজানের বাড়ী হতে আলমের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করছেন উক্ত ইউপির সদস্য মোঃ আনার আলী। তিনি জানান গত ২৮/১১/২০২২ তারিখে ৪০ দিনের কর্মসৃজন কর্মসুচীর আওতায় ৪৫ জন দরিদ্র নারী পুরুষ নিয়ে রাস্তার কাজ শুরু করা হয়। এ গ্রামের রাস্তাটি ইউনিয়নের একদম সীমান্ত এলাকায় হওয়ায় দীর্ঘ দিন রাস্তাটির কাজ করা ছিল না। ফলে একটু বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে জন চলাচলের অসুবিধা হতো। এ প্রকল্পের আওতায় সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের চেষ্টা করছি। ওই গ্রামের শাজাহান আলী, আঃ হামিদ, আমজাদ হোসেন, আছান আলী, সিরাজ উদ্দিনসহ অনেকে জানান অবহেলিত এ রাস্তাটিতে কাজ করায় বৃষ্টি মৌসুমে তাদের চলা ফেরায় অনেক সুবিধা হবে। এ কাজে তারা অনেক খুশি। তারা ইউপিসদস্য, চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রসংশা করেন।