লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার কেরানীপাড়া গ্রামের আছমা বেগম(৫৫) নামে বৃদ্ধাকে মারধর করার অভিযোগ উঠেছে তার নিজ সন্তান মফিজুল ইসলাম ভোলার (৩৫) বিরুদ্ধে। এবিষয়ে থানায় অভিযোগ দিলেও রহস্যজনক কারনে লম্পট ছেলেদের এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল। এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী বৃদ্ধা আছমা বেগম বাদী হয়ে লম্পট ছেলে মফিজুল ইসলাম ভোলা (৩৫) ও পুত্রবধূর শাম্মী আক্তার (২৭) এর নামে থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঐ এলাকার আব্দুল লতিফের মৃতর পর তার ছোট ছেলে মফিজুল ইসলাম ভোলা পৈতৃক সম্পত্তি নিয়ে প্রায়ই সময় তার বৃদ্ধা মা, বাক প্রতিবন্ধী ভাই মোরশেদুল ইসলাম ও ছোট বোন লামিয়া আক্তারকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
এমত অবস্থায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বৃদ্ধা আছমা বেগম তার স্বামীর সম্পত্তি সকলের মাঝে সঠিকভাবে ভাগবন্ঠন করে দিতে চাইলে এতে ক্ষিপ্ত হয়ে উঠে মফিজুল ইসলাম ভোলাক। এসময় সে তার বৃদ্ধা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর এক পর্য়ায় সে লোহার রড দিয়ে তার মা ও ভাইবোনের ব্যবহৃত বাথরুমের দরজা ও টিউবওয়েল ভেঙ্গে ফেলে।
এতে বৃদ্ধা বাধা দিতে চাইলে তাকে মারধোর করাসহ প্রতিবন্ধি ভাই ও ছোট বোনকে খুন ও জখম করার হুমকি দেন।
এলাকাবাসীর সহযোগিতায় বৃদ্ধা ঐদিন রাতে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত লম্পট মফিজুলকে গ্রেফতার করেনি পুলিশ।
বৃদ্ধা আছমা বেগম বলেন, স্বামী মারা যাবার পর জমিজমা নিয়ে প্রায়ই সময় মফিজুল ইসলাম ভোলা তাকে মারধোর করে। তাকে কোন খাবার দেয়না। মেরে ফেলার হুমকি দেয়। এবিষয়ে তিনি কাদতে কাদতে মফিজুল ইসলাম ভোলার উপযুক্ত শাস্তি দাবী করেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্য এটিএম গোলাম রসুল বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছে। তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।