নিঃসঙ্গ প্রেমিক আমি

শাবলু শাহাবউদ্দিন

একাকী নিঃসঙ্গে আমার বসবাস
দোতলায় আছে যে তার ঠিকানা আবাস
এক বৃহৎ জলচোকি আমার নিত্য সঙ্গী
নয়ন মেলে থাকি দেখবো তোমার ভঙ্গি
কর্ণে দেই না গো তালা, কেনো যেন
ডাক শুনি তোমার মনের মেঘের মেলা
আমি ভেসেছি শুধু একাকী একলা ।

একাকী নিঃসঙ্গ আমি আমার নিলয়ে
তুমি চাইলে দেবো সব; তোমার হাতে বিলিয়ে
এ যেন একটি গৃহে দুইটি মনের বসবাস
পৃথকীকরণের জন্য দায়ী ইট পাথরের একটি ছাঁদ
তুমি চাইলে আমি তৈরি করতে পারি উন্মুক্ত গৃহ
যেখানে থাকবে না তোমার আমার মাঝে কোন
পৃথকীকরণের জন্য ছাঁদ নামক দেহ ।
আমি তোমাকে পেয়েও, না পাওয়ার চাদরে মোড়া
তোমার জন্য গৃহহীন আমি হয়ে গেছি আশি বছরের বুড়া।
নিঃসঙ্গ এই আমি এক সহস্র শতাব্দী বছর
তোমার প্রেম সাক্ষী হবে, ইতিহাসে রবে তার গছর ।
নিঃসঙ্গ প্রেমিক আমি, প্রেম নামের পাগলামি
করেছে জ্বালাতন কয়েক কোটি সহস্র বছর ।

(মোতালেব তোমার জন্য)