কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় দুর্গাপুরে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক কারাগাওে মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ। শনিবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দরা ‘লেখক মুশতাকের হত্যাকারী রাষ্ট্র’, ‘লেখক মুশতাকের হত্যাকান্ডের বিচার চাই’, ‘কথা বলার অধিকার চাই’, ‘ডিজিটাল নিরাপত্তা আইন মানি না’, প্রভৃতি ¯েøাগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধনে উপজেলা ছাত্র সংসদের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারন সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি জুয়েল মিয়া, উপজেলা ছাত্র সংসদের দপ্তর সম্পাদক খুদেজা আক্তার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ‘লেখক মুশতাকের এই মৃত্যুর পুরো দায়ভার রাষ্ট্রের। প্রত্যেকটা লাশের হিসেবের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। জবাবদিহিতার বাইরে যেন কোনও লাশ না থাকে। আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইন মানছি না। গ্রেপ্তারকৃত ছাত্রদের নিংশর্ত মুক্তি চাই ।