সাঁথিয়ায় প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ


সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মেয়াদ উত্তীর্ন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনের দাবীকে বিক্ষোভ সমাবেশ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা চেয়ারম্যান বরাবর আবেদন করেন। মঙ্গলবার দুপুরে শিক্ষকরা এ আবেদন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিনের সাঁথিয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি গঠন করা হয়েছিল। পুর্বে নিয়ম মাফিক চললেও গত ২০০৯ সালের নভেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে সাঁথিয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিটি গঠন হয়। এতে কমিটির সভাপতি শফিকুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নির্বাচিত হন। সমিতির গঠনতন্ত্র মোতাবেক ৪বছর মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই নতুন কমিটি গঠন করার সুস্পষ্ট বিধান রয়েছে। কিন্তু বিভিন্ন টালবাহানায় সাধারণ শিক্ষকদের মতামত উপেক্ষা করে প্রভাব খাটিয়ে ১১ বছর জোরপূর্বক সমিতির পদ দখল করে আছেন তারা। শিক্ষক সমিতির একটি নিজস্ব ভবন থাকলেও এই দীর্ঘ ১১ বছরে ভবনের ভাড়ার প্রাপ্ত অর্থ কোথায়, কিভাবে ব্যয় হয় বা গচ্ছিত আছে কিনা তা কেউ জানেন না। শিক্ষকরা আরো অভিযোগ করে বলেন, প্রায় ১ যুগ ধরে কমিটির মেয়াদ শেষ হলেও বিভিন্ন ফোরামে পেশাজীবি এ সংগঠনের সভাপতি-সম্পাদক দাবী করে বিভিন্ন সুবিধাদী আদায় করে তা ভোগ করে আসছেন যা প্রাথমিক শিক্ষক সমিতির গঠনতন্ত্র বিরোধী। বিভিন্ন অভিযোগ তুলে ধরে নতুন কমিটির নির্বাচনের দাবীতে শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও আরশেদ আলীর পরিচালনায় বক্তব্য দেন শিক্ষক জসিম উদ্দিন, কণা খাতুন, কেএম আঃ মামুদ খান, আঃ মান্নান, আবুল হাসেম, আঃ বাতেন, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। শিক্ষকরা সাঁথিয়া উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের নিকট নির্বাচনের দাবীদে আবেদন জানান।