ভালোবাসার প্রতীক্ষা

গোটা একটা সপ্তাহ জুড়ে
চললো শুধুই ভালোবাসা পালন,
অথচ আমাদের দেখা করার
আমরা খুঁজেই পাইনি কোনো কারণ।
ছুঁয়ে দেখা হলোনা আঙ্গুলের স্পর্শ
গন্ধ নেওয়া হলোনা শরীরের,
যুগের সাথে তাল মিলিয়ে
চকোলেট,টেডিবিয়ার আদানপ্রদানও
বাকি থেকেই গেল।
পালন করা হলোনা চুমু খাওয়া
কিম্বা জড়িয়ে ধরার দিনটাও,
নিদেনপক্ষে একবার ‘ভালোবাসি’ কথাটাও হয়তো উহ‍্যই থাকলো।
তাতে ভালোবাসা কমে গেলো কি?
ভালোবাসা আমার কাছে ধন‍্যাত্মক শব্দ
প্রতিদিন সুদের মতন বাড়তেই থাকে।
এজন্মে জমুক সমস্ত সুদ
পরের জন্মে আমি সত্যি সত্যি
তোমার মহারানি হবোই,
সবচেয়ে বেশি ঐশ্বর্য‍্যরে অধিকারী।
আসল ভালোবাসা,সুদের ভালোবাসা
সব সবটুকুই শুধু আমার
আর কারোর সাথেই ভাগ করতে
রাজী নয় তোমাকে সেই জন্মে।
একটি সপ্তাহ নয় সারা বছরই
চলবে আমাদের ভালোবাসার মরসুম,
কখনও ছোট্ট ছোট্ট খুনসুটি
আবার কখনও মাখোমাখো প্রেম।
ভালোবেসেই কাটবে প্রহর
ভালোবেসেই হবে রাত কেটে ভোর,
তখন শুধু তোমার ওপর
থাকবে আমার একার জোড়।
এই জন্মেই জানিয়ে রাখছি
মনের সকল আবদার,
সব দায়িত্ব নিতেই হবে
আমার মনের চাহিদার।
চুক্তিপত্রে সই করে
রেখো তুমি এইবেলা,
আমার হৃদয় সঙ্গী হবে
থাকবে সারা বেলা।
কি’গো সাজাবে তো
আমার জন্য ভালোবাসার সৌন্দর্য‍্য,
গড়ে দেবে তো আমার জন্য
ভালোবাসার সাম্রাজ্য।
তোমার জন্যই সাজবো আমি
রাধাই হবো, নয় রুক্মিণী,
পরজন্মে আমিই হবো
তোমার মনের মহারানি।