গুরুদাসপুরে খাঁকড়াদহ দাখিল মাদরাসায় নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের অবস্থিত খাঁকড়াদহ দাখিল মাদরাসায় জামায়াত বিএনপির নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার সকালে ধারাবারিষা খাঁকড়াদহ দাখিল মাদরাসা মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, মাদরাসায় লাইব্রেরিয়ান, নিরাপত্তা প্রহরী ও আয়া পদে নিয়োগ দেওয়া হলে ওই এলাকার ১৩ জন প্রার্থী আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গত ১৩ই ফেব্রæয়ারী বনপাড়া মাদরাসা মাঠে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রার্থীদেরকে প্রতিষ্ঠানের সুপারিন্টেড মোঃ ওসমান গণির সাক্ষরিত মৌখিক পরীক্ষার দিন হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ১৩ জন প্রার্থী সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পরে মৌখিক পরীক্ষা ছাড়াই বাকি তিনজনকে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ বাকি প্রার্থীদের।
আয়া হিসাবে আবেদনকারী প্রার্থী রেখসোনা বেগম বলেন, ঠিক সময়ে উপস্থিত হয়েও তিনি পরীক্ষা দিতে পারেননি। কারন প্রতিষ্ঠানের সুপার ও সভাপতি তাদের স্বার্থ হাচিলের জন্য নিজস্ব প্রার্থীদের আগেই নিয়োগ দিয়েছেন।
এ বিষয়ে মাদরাসার সুপারের মুঠোফনে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কলিমুদ্দিন মোল্লা মুঠোফনে জানান, সরকারী বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোন ধরনের নিয়োগ বাণিজ্য হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান জানালেন, তার জানা মতে আইনগত ভাবেই নিয়োগ সম্পুন্ন হয়েছে। তারপরও বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।