চাটমোহরে ১২ হাজার স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে

পাবনার চাটমোহরে ২০১৯ সালের হালনাগাদ হওয়া জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম পুরোদমে চলছে। পর্যায়ক্রমে পৌরসভা এলাকায় ও উপজেলার এগারটি ইউনিয়নে ১২,০৮৩ স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।

১৪ ফেব্রুয়ারী রবিবার নিমাইচরা ইউনিয়ন পরিষদ চত্বরে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। যারা ২০১৯ সালে ১৮ বছর বয়সে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন তাদের স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
চাটমোহর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ২০১৯ সালে ১৮ বছর বয়সে চাটমোহর উপজেলা থেকে ভোটের জন্য নিবন্ধিতদের নামে হালনাগাদ হওয়া জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) প্রেরণ করেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন রবিবার সকালে জানান, কার্ড বিতরণ কার্যক্রম ২৫ ফেব্রুয়ারী অবধি চলবে। সম্প্রতি এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ইতিমধ্যে ১,০৪০ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।