যশোরের মণিরামপুরে মার্কেটে ঢুকে পড়লো যাত্রীবাহী বাস, আহত ৯

যশোরের মণিরামপুরে একটি মার্কেটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক ঢুকিয়ে দিয়েছে। এতে বাসের ৯ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চিনেটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানান, যমুনা লাইন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১২-২২৮৯) একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিল।
পথিমধ্যে যশোর-চুকনগর মহাসড়কের চিনেটোলা বাজার এলাকায় পৌঁছালে ড্রাইভার ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং সোজা সড়কের পাশে একটি মার্কেটে ঢুকে পড়ে।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার ইয়াসিন, আলামিন গাজী (২৬),আব্দুল মান্নান (৩৬), রিক্তা (২৩), খুলনার লিটন (৩০) এবং গাড়ির হেলপার কুষ্টিয়ার ইউসুফসহ ৯ জন। গুরুতর আহত তিনজনকে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।#