বকশীগঞ্জে সমসাময়িক বিষয় নিয়ে উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সাংগঠনিক কার্যক্রম ও নতুন কার্যালয় উদ্বোধন সহ সমসাময়িক বিষয় নিয়ে উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বিকালে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন দক্ষিণ পাশে অবস্থিত উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সহসভাপতি রাজ্জাক মাহমুদের সভাপতিত্বে এসময় উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এসএম আশরাফুল আজম, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক আফজাল শরীফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, সদম্য রিপন রাজ ও সদস্য হারুন উর রশিদ উপস্থিত ছিলেন।
এসময় গঠনমূলক সমালোচনা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, সমাজের অবহেলিত মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরা , নতুন সদস্যদের অন্তর্ভুক্ত ও নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়। শিগগিরই উপজেলা প্রেসক্লাবের নতুন কাযালয় উদ্বোধন হবে বলে জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।