বেড়ায় শিশু ধর্ষণের চেষ্টা থানায় মামলা দায়ের

বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ সাত বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে মধ্যবয়সির ধর্ষণের চেষ্টা।
১৭মে সনিবার দুপুরে পাবনার বেড়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের বৃশালিখা মহল্লার সবুজের সাত বছরের শিশুকন্যা সুইটিকে প্রতিবেশি মৃত জয়নাল শেখের ছেলে আলেফ শেখ (৫৮) চকলেট দেওয়ার কথা বলে নিজের ফাকা বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির আর্ত চিৎকারে আশে পাশের বাড়ীর লোকজন ছুটে এলে আলেফ শেখ পালিয়ে যায়। অল্প সময়ের মধ্যে ঘটনাটি জানজানি হয়ে গেলে উত্তেজিত পাড়া প্রতিবেশি ধর্ষণের চেষ্টাকারিকে খুজে না পেয়ে তার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে অনেকেই তাতে বাধাঁ দেয়। খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ ঘটনা স্থলে এসে সবাইকে শান্ত থাকা এবং আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়।
এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনর্চাজ ওলিউর রহমান জানান,থানায় মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।