ভালো পাকা সড়ক ভেঙ্গে সংস্কার কাজ শুরু করায় ক্ষুদ্ধ এলাকাবাসী

নাটোরের নলডাঙ্গা হতে হাফানিয়া পর্যন্ত পাকা সড়ক প্রস্ততকরণ না করে ভালো সড়ক ভেঙ্গে সংস্কার কাজ শুরু করায় ক্ষুদ্ধ হয়েছে এলাকাবাসী। এলাকাবাসী বলছে এক লেনের সরু এ পাকা সড়ক সংস্কারের চাইতে দুর্ঘটনারোধে জরুরীভাবে সড়কের দুই ধার ৩ফিট-৩ফিট করে ৬ ফিট প্রস্ততকরণ এর প্রয়োজন রয়েছে।

বর্তমান সড়কে কোথাও কোন খানা খন্ডের সৃষ্টি না হলেও উপজেলা এলজিউডি বিভাগ ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ভালো সড়ক ভাঙ্গার কাজ শুরু করেছে। আর এতেই চলাচলকারী প্রতিটি মানুষ ক্ষুদ্ধ হয়ে মিশ্রপ্রতিক্রিয়া ব্যক্ত করলেও এলজিউডি বিভাগ বলছে সড়কটির কোথাও ভাঙ্গা না থাকলেও সংস্কারের মেয়াদ শেষ হওয়ায় এ সড়কে আবার ১ কোটি ৬লাখ টাকা সরকারি অর্থ বরাদ্দ পাওয়ায় দরপত্রের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠান সংস্কার কাজ শুরু করেছে।