এনামুল হক টগর
পৃথিবীর সীমানা,যেখানে গিয়ে হয় শেষ।
আকাশের সীমানা,সেখান থেকে হয় শুরু অশেষ-
নিকট আসমানের সীমানা থেকে ওই দিগন্ত ব্যাপী বিস্তির্ণ সুদূর-
আর উপরের আসমানের সীমানা বয়ে যায় বিশাল বড় বহুদূর!
সৃষ্টি জগত ওই ফেরেস্তা জগতের তুলনায়,
অনেক অনেক ছোট আকার তাঁর পরিচয়!
আরশে আজিম আকাশ জগত হতে বহুদূর
তাঁর চেয়ে অনেক অনেক গুণ বিশাল বড়
হলো,ইলমে মারফতের গুপ্ত জগত নূর!
এই সত্যকে সন্দেহ করাই জীবনের ব্যর্থতা ও নফসের কাছে পরাজয়।
প্রাণ ও মন যেন দেহের এক অদৃশ্য মায়া আর ছায়ার পথ বিস্ময়!
হৃদয় যতদিন চলমান ও গতিশীল থাকে,
মায়ার ছায়াও ততদিন চলমান ও গতিশীল থাকে!
ছায়া হচ্ছে মনের লালসা ও মোহ,আমিত্বের এক মায়া!
সে মনের গভীরে গোপন বিদ্বেষের ক্রোধে লুকিয়ে থাকে ঘৃণায়।
সেতো নবীর দ্বীন ও আল্লাহর হুকুম অমান্য অভিশপ্ত পথে বিসর্জন!
সত্য হলো উর্ধ্ব আকাশের মহা-সীমানায় দুই ধনুকের ব্যবধান!
অথবা তাঁর চেয়েও কম দূরত্বে আল্লাহর দর্শন হয় মেরাজে মহা-মিলন।