নান্দাইলে ভিক্ষুক পুনবার্সনে ইউএনও এরশাদ উদ্দিনের ব্যতিক্রমী উদ্যোগ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.এরশাদ উদ্দিন সুন্দর ও মানবিক নান্দাইল গড়তে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছেন।

সে লক্ষ্যে নান্দাইল উপজেলার ভিক্ষুক পুনবার্সন ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ইউএনও’র অফিস কক্ষে “ভিক্ষুক পুনবার্সন ও মানবিক সহায়তা
বক্স” খোলা হয়েছে। এছাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, নান্দাইল পল্লী বিদ্যুৎ অফিস সহ মোট ৪টি বক্স স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন সব বিভিন্ন দপ্তরে সরকারি সেবা নিতে আসা বা সমাজের ধর্নাঢ্য বক্তিদেরকে উক্ত মানবিক সহায়তা কার্যক্রমে অংশীদার হওয়ার জন্য সকলকে বিনীতভাবে উদার্ত্ত আহব্বান জানান
ইউএনও এরশাদ উদ্দিন। উপজেলা নির্বাহী এরশাদ উদ্দিন জানান, সেবা নিতে আসা ব্যক্তিগণ যার যার সাধ্যমত সহায়তা প্রদান করে এই মানবিক উদ্যোগকে সফল করে তুলবে। এতে করে এ মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগ্রহিত অর্থ দিয়ে উপজেলার ভিক্ষুক, অসহায় ও দারিদ্র পীড়িত মানুষকে পুনবার্সন করা অধিকতর সহজ হবে। প্রশাসনের কর্মকর্তাদের পরিবর্তন হলেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।