এনামুল হক টগর
হে বিশ্ব মানবতার মহা-জীবন,হে প্রিয় দেশবাসী চোখ খুলে দেখো রঙিন উদয়,
দূর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ীরা অবক্ষয়ে বিশ্বকে করছে ধ্বংসের মুখোমুখি বিস্ময়!
এই দেশ সমাজ ও প্রিয় মৃত্তিকাকে করিছে বিধ্বস্ত রক্তপাত,
নির্মম ও নিষ্ঠুর খুনের নেশায় তারা সময়কে করছে ক্ষত-বিক্ষত।
যেন কঠিন জানোয়ারের রূপ ধারণ করে ভাঙ্গছে কল্যাণ ও বিশ্ব-মানবতা।
জীবনের আর্দশ ও ন্যায়-পরায়ণ গুণাগুণকে করছে লাঞ্ছিত।
কখনো কালো টাকায় গড়া অসৎ বিত্তবানরা মাদকের নেশায়,
মানব জাতি ও পৃথিবীর ভবিষ্যৎ কে করছে কঠিন যন্ত্রণাময়।
বিজ্ঞ শাস্ত্রের জ্ঞানপাপী পণ্ডিতরা
টাকার লোভে গোপনে দালালী করছে এক ভয়াবহ আঁধার!
অর্থের বিনিময়ে তারা বিক্রি করে দিচ্ছে নেতৃত্বের মগজ!
পৃথিবী জুড়ে তাই বার বার নেমে আসছে দুর্যোগ দূর্দিন রোজ।
অশনি হিংসার ক্রোধ ও বিদ্বেষ জীবনকে করছে রক্তাক্ত মরণ।
সময়ের কঠিন নিষ্ঠুরতা জীবনকে করছে নির্মম আঘাতে বিপন্ন।
যন্ত্রণায় বিধ্বস্ত হচ্ছে সমাজ সংসার ও বিশ্বজগত চেতনাহীন বিষণ্ণ।
নিষ্ঠুরতার আমিত্ব আঘাতে রক্তে রক্তে ভেসে যাচ্ছে অবাক পৃথিবীর শাস্য মৃত্তিকা।
খুন হচ্ছে আবরার বকুল রিফাত নুসরাত হাজারও অসহায় নাগরিক।
জীবন যন্ত্রণায় ব্যথিত হচ্ছে দেশপ্রেমিক
সত্যজ্ঞানীদের সংস্কার চৈতন্য বিবেক!
বেদনায় আহত হচ্ছে কবি লেখক শিল্পী ও সময়ের প্রজ্ঞা-বোধ কর্ম।
সন্ত্রাস প্রতিনিয়ত কেটে দিচ্ছে আধুনিক সভ্যতার বিজ্ঞ মগজ জ্ঞান।
ব্যথিত করছে প্রতিদিনের উন্নতি সুনাম আর্দশ ও শান্তির সম্মান।
যন্ত্রণায় ক্লান্ত হচ্ছে আমাদের জন্মভূমি শস্যের মাঠ নদী সাগর প্রকৃতি।
ভেবে দেখো দেশপ্রেমিক ও সত্যজ্ঞানরাই শান্তির পথে পথে স্থিতি!
এই সত্যজ্ঞান আড়াল হলেই জেগে উঠে কঠিন দানব ও ঘাতকরা রক্ত,
তখনই নেমে আসে ধ্বংস মৃত্যু কঠিন হত্যা লাশ আঁধার চিত্র!
প্রজ্ঞার জ্ঞান হলো সেবা ও কল্যাণ
আর্দশের প্রাণশক্তি মহৎ মানবতার জীবন।
ভণ্ড-পণ্ডিত মাদকসম্রাট দূর্নীতিবাজ আর অসৎ আমলারা সাবধান।
বিবেকহীন মিথ্যাবাদী ও ইতিহাস বিকৃত মুখোশধারীরা সাবধান।
মিথ্যা আশ্বাসকারী ছলনা ও অধর্মের কাঠ-মোল্লারা সাবধান।
ফেঁতনাকারী অসৎ দালাল রাজনীতিবিদরা সাবধান।
শিঘ্রই ন্যায়পরায়ণ আইনের বিচার শুরু হবে মৃত্যু দণ্ড ও ফাঁসি।
সময়ের বিজ্ঞ ও দেশপ্রেমিকরা জেগে উঠো বীর সাহসী,
প্রতিবাদ করো দৃঢ় ও দীপ্ত আন্দোলনে ন্যায় যোদ্ধা সাম্য বিপ্লবী।
সাবধান সন্ত্রাসী,সাবধান লুটেরা খুনি, সাবধান জঙ্গিবাদ স্বভাব,
সাবধান অসৎ পুঁজিবাদী সাবধান ব্যভিচারকারী আপরাধীরা,
স্বাগত দেশপ্রেমিক,সুস্বাগত ন্যায়পরায়ণ মুক্তিযোদ্ধারা
অভিনন্দন সৎ আমলা ও শুভেচ্ছা সৎ শিল্পপতি সত্যজ্ঞানীরা।