শেখ হাসিনার সরকার অভিবাসনের ব্যাপারে আন্তরিক-বকুল এমপি

নাটোর প্রতিনিধি
মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান” প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ পালিত হয়েছে।শুক্রবার সকালে বাগাতিপাড়া উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা ও ভার্চুয়াল সভার অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (বাগাতিপাড়া-লালপুর) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অহিদুল ইসলাম গকুল।সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতা নিশ্চিতের মাধ্যমে যুগোপযোগি অভিবাসন প্রক্রিয়ার ব্যাপারে গুরুত্বারোপ করছেন। বৈশ্বিক সংকটকালেও দেশের অভিবাসন খাত চাঙ্গা রয়েছে। আগামীতে বিদেশের শ্রমবাজার দখলের জন্য গমনেচ্ছু ভাই-বোনদের আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে। এতে কাঙ্খিত সুনাম অর্জনের সাথে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে