শফিক আল কামাল ॥ বনমালী শিল্পকলা কেন্দ্র পাবনা’র সার্বিক ব্যবস্থাপনায় নিজস্ব মিলনায়তনে এবং ইউনিভার্সাল গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় রূপকথার কাব্য নিবেদিত মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা স্বাধীন সুর্যোদয় শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাস্থ্য বিধি মেনে শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
আজ ১৮ ডিসেম্বর পাবনা হানাদার মুক্ত দিবস। বাংলাদেশ ১৬ ডিসেম্বর স্বাধীন হলেও পাবনায় তখনও রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। পাবনার মুক্তিযোদ্ধাগণ সেদিন দূর্বার প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে পাকবাহিনী পিছু হটতে বাধ্য হয়। সেই সাথে পাবনা হানাদার মুক্ত ঘোষণা করা হয়। মহান বিজয়ের মাসে এ দিবসের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে স্বাস্থ্য বিধি মেনে প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের সঙ্ককময় পরিস্থিতির মধ্যেও আবৃত্তি সন্ধ্যা স্বাধীন সুর্যোদয় শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকের প্রাণচাঞ্চলে পূর্ণতা এনে দিয়েছে।
ঢাকা থেকে আগত বরেণ্য অতিথি আবৃত্তিগণের মধ্যে হাসান আরিফ, মীর বরকত ও আহসান উল্লাহ তমালসহ স্থানীয় আবৃত্তিকারগণ হৃদয় মাতানো আবৃত্তি করেন। শিল্পীদের দেশাত্ববোধক গান, সমবেত স্বাধীনতার গান ও আবৃত্তির প্রতিধ্বনিতে গেলারীর স্বাস্থ্য বিধি মেনে বসা দর্শক শ্রোতাদের হৃদয় বিজয়ের অম্লান স্মৃতি সঞ্চারিত করে। দর্শক শ্রোতাবৃন্দ করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহ যোগায়।