মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছে ৫০টি পরিবার

ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছেন পাবনার ফরিদপুর উপজেলার ৫০টি ভুমিহীন ও গৃহহীন পরিবার। ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ আলী জানান, ডেমড়া, বনওয়ারীনগর ও পুঙ্গলী ইউনিয়নের ৪টি স্থানে ১১০ শতাংশ খাস জমি উদ্ধার করে এ ৫০টি পরিবারের জন্য ৫০টি টিনশেড ঘরের নির্মাণ কাজ এগিয়ে চলছে। বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ গ্রামে ৪০ শতাংশ জমির উপর ১৫টি ও সোনাহারা গ্রামের ২০ শতাংশের উপর ১০টি,ডেমড়া ইউনিয়নের কেটি মাদরাসা ও ডেমড়া কলেজের মাঝে ১৪ শতাংশের উপর ৭টি এবং পুঙ্গলী ইউনিয়নের দিঘুলিয়া ঘাটের পাশের ৩৬ শতাংশের উপর ১৮টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি পরিবারের জন্য টিনশেড ঘরে বারান্দাসহ ২টা বেড রুম,একটি বাথরুম ও ১টি রান্নার রুম থাকবে। আশ্রয়ণ প্রকল্প-২ এর গ্রামীন অবকাঠামো সংস্কার(কাবিটা) প্রকল্পের আওতায় প্রতিটি ভুমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মাণের প্রাথমিক ব্যয় ১ লক্ষ ৭১ হাজার টাকা হিসেবে মোট ব্যয় হবে ৮৫ লক্ষ ৫০ হাজার টাকা। পরবর্তীতে আরও ৪৬০টি ঘর প্রদান করা হবে বলেও জানা যায়।