আমরা বীর


        

ইতিহাসের ঘূর্ণিপাকে
মীর জাফরের ছলে
সেদিন মোরা পড়েছিলাম
উপনিবেশিক শাসনের রোষানলে।

যুগের পর যুগ জ্বলছি যখন
শোষনের দাবানলে
বীরের মত দাড়িয়েছি রুখে
আপন শক্তি বলে।

এলো সেই ক্ষণ ১৯৪৭ সাল
পাকদের সাথে হল মিতালী
সেটা ছিলো আমাদের এক
চরম অশুভ কাল।

দুই যুগের শোষন জুলুমে
যখন মোরা দিশেহারা
ভগ্ন হৃদয়ে হল অনুভুত
স্বাধীন হওয়ার তাড়া।

অস্তিত্বের লড়াই যখন
ইতিহাসের বাঁকে
বাঙালীরা দিল সাড়া
বঙ্গবন্ধুর ডাকে।

২৫ মার্চ মধ্য রাতে
হায়েনার দল এলো তেড়ে
মূহুর্তের মধ্যে অসংখ্য মানুষের
জীবন নিল কেড়ে।

বুলেটের আঘাতে হল ঝাঁঝরা
হল কত মায়ের বুক খালি
কিন্তু এত সহজেই কি দমবার পাত্র
লড়াকু বাঙালী।

৯ মাসে ঝরেছে রক্ত
ঝরেছে কত তাজা প্রাণ
অবশেষে পেলাম মোরা
দুঃশাসন থেকে পরিত্রাণ।

পাক শিবিরে আঘাত হেনে
বীর বাঙালী বাজায় তূর্য
১৬ ডিসেম্বর বাংলার আকাশে
উদিত হল স্বাধীনতার সূর্য।

বিজয়ের এই দিনে
চলো গাই মানবতার গান
যেন রক্ষা হয় মোদের
বীর শহীদের অবদান।

বিজয়ের কথা মনে রেখে
গড়বো সোনার দেশ
সবাই আমরা মিলে মিশে
থাকবো সুখে বেশ।