চাটমোহর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেলেন এ্যাড.সাখো

আগামি ২৮ ডিসেম্বর পাবনার চাটমোহর পৌরসভার মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা জোড় তদ্বির ও চালিয়ে যাচ্ছিলেন। শনিবার ২৮ নভেম্বর আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থীতা বাছাই করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো।এ খবর চাটমোহরে ছড়িয়ে পরলে এ্যাড.সাখো সমর্থিত দলীয় নেতা কর্মীরা শনিবার সন্ধ্যায় আনন্দ মিছিল বের করে। মিছিলটি চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হয়ে চাটমোহর পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে। আঃলীগ থেকে দলীয় মনোনয়ন প্রাপ্ত এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো আগামি ২৮ ডিসেম্বরের পৌর নির্বাচনে সারা দিন নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।   

 ইতিমধ্যেই গণ বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা নির্বাচন অফিসার পাবনা ও রিটার্নিং অফিসার চাটমোহর পৌরসভা নির্বাচন-২০২০ মোঃ মাহবুবুর রহমান। গণ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।