সুশ্রী আধুনিক প্রিয়তম


এনামুল হক টগর

সুশ্রী প্রিয়মত বন্ধু,তুমি কি সদ্য ও আধুনিক প্রেমে
দিওয়ানা মগ্ন হয়ে আছো বিদগ্ধ ভালোবাসার চৈতন্য এলেমে?
জীবন ও সময়তো জানে আনন্দের গভীরেই কঠিন দুঃখের বসবাস!
আমাদের পাপের জন্যইতো তোমার দয়া ও নবীর অফুরন্ত রহমত,
আমাদের পাপের আন্ধকার প্রচীর ভেঙেইতো তুমি ক্ষমা করো আর আশ্রয় দাও শান্তির।
জগত মায়ার লোভ লালসা ও অহংকারের ক্রোধেই আমরা ক্ষণিক সময়
তোমার স্মরণ ভূলে গিয়ে সফসের লালসায় বন্দি হই জীবনশক্তির প্রবল তাড়নায়!
গবেষণা ও সাধনায় আমরা তোমার সন্তোষ্টচিত্তের দাস হতে চাই,
আমাদেরকে ক্ষমা করো আর দান করো স্বচ্ছ হেদায়েত নূর অথই।
আমাদের নির্ঝর আত্মা ও প্রাণের পবিত্র মিলন চেতনায় তোমার মহাপ্রেমে বহমান করো!
তোমার প্রকাশ ও গুপ্তজ্ঞানের উচ্চস্তর আর সপ্তকাশের অক্ষয় মহা-নূরে।
আমাদেরকে অমৃত সুধা ও অমীয় প্রেমের মহাশান্তি আর মহাআনন্দ দাও পূর্ণজীবন চৈতন্য!
যেখানে প্রেমের মধুময় ধ্বনি অপরূপ জমজমাট লহড়ি ছাড়ায় বিদগ্ধ অনন্য!
আর ভালোবাসার জীবনকে করে তোলে অমরত্বের মহাস্বর্গে দীপ্ত উদয়!
মহাকালের উর্ধ্বে মহাজ্ঞানের পেয়ালাকে করে তোলে পূর্ণ যৌবন সুধা হিয়ায় !
তোমার প্রজ্বলিত অনুপম অভিসারে পুষ্প বসন্ত বাহার
মহা-সময়কে মহাবন্ধনের প্রেমে গৌরব সৌরভে সম্মানিত করো প্রশান্ত জীবন অধিকার।
পুরাতন মাটির কুঠিরে নূরের পাখি আর নফসরূপী প্রাণ,
মহামিলনে এক শান্তির স্থিতিতে ও স্থায়ী আসনে গিয়ে বন্ধু হও আদি সনাতন!
তাঁকেই যত্ন ও আদর দিয়ে জাগ্রত করে রাখো তপস্যায় তপস্যায় নতুন ও নিপুণ।
তোমার মহা-প্রেমের পরশ ও প্রজ্বলিত নূরের শিখায়
আমাদের অন্তর বসন্ত কুঞ্জবনে অপরূপ উজ্জ্বল চন্দ্রসম আলো দেয় অদৃশ্য অজয়!
মহাশূন্যে অবরোহ ও সুশান্ত প্রেমে নির্বাক আর মহা-চেতনায়।
এক গোপন মহারঙের সাথে মিলন ফানায় আমরত্ব করো চিরসবুজ ধারায়।
যেন দরবেশ ও তাপসদের সাথে তাঁর প্রত্যক্ষ দর্শন হয় জ্ঞানের মহা-রাজ্যে পরিচয়।
২১/১১/২০২০