ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) আসনের নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস করোনা আক্রান্ত হয়েছেন। সংসদ কিনিকের কর্মকর্তারা তিনিসহ আরও ছয়জন সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। শনিবার (৭ নভেম্বর) তাদের কোভিড-১৯ পরীার ফলাফল পজিটিভ এসেছে।
করোনা আক্রান্ত আওয়ামী লীগের নূরুজ্জামান বিশ্বাস গত ৭ অক্টোবর এমপি হিসেবে শপথ গ্রহন করেন। আগামীকাল রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে। এবারই প্রথমবারের মতো সংসদে যোগ দেওয়ার জন্য তিনি গত ৪ঠা নভেম্বর ঈশ্বরদী থেকে ঢাকায় যান।
এবিষয়ে এমপি বিশ্বাস বলেন, ‘আমার শরীরে কোনো উপসর্গ নেই। তবুও করোনা পজিটিভ এসেছে। সংসদ থেকে মেসেজ পাওয়ার পরই আমি আইসোলেশনে আছি।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলে সংসদের দশম অধিবেশনটি বিশেষ অধিবেশন হিসেবে বসছে। বরাবরের মতো এবারও করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলবে। ##