পাবনায় সমবায় দিবস পালিত


পাবনা প্রতিনিধি:
পাবনায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন”।
এ উপলক্ষে শনিবার সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা
করেন জেলা সমবায় বিভাগের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমবায়ের উন্নয়ন বিষয়ক মতামত তুলে ধরে সভায় বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা সোলাইমান বেগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ি) পাবনার উপপরিচালক আব্দুল কাদের, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা. জেলা ভূমি জরিপ সমবায় সমিতির সহসভাপতি আব্দুল হক মোহন প্রমুখ।
বক্তারা বলেন, সমবায় সকল শ্রেণী পেশার মানুষের জন্য। দশে মিলে সম্মিলিত প্রচেষ্টাই আসে সমৃদ্ধ। সমবায় মানুষকে স্বাবলম্বী করার পাশাপাশি ঐক্যবদ্ধ করে।
অনুষ্ঠানে ১২ জন সফল সমবায়ীর হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন কৃষি বিষয়ক কর্মকর্তা ও সফল সমবায়ীরা উপস্থিত ছিলেন।