পাবনা প্রতিনিধি ॥
দিনাজপুরের পাবর্তিপুর ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘুদের ওপরে নির্যাতনের প্রতিবাদে পাবনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে গণঅবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পাবনা প্রেসক্লাবের সামনে অব্দুল হামিদ রোডে ঘন্টাব্যাপী গণঅবস্থান কর্মসূচী চলাকালীন বক্তব্য দেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু, যুগ্ন সম্পাদক প্রলয় চাকি, যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সাহা অপু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য
পরিষদের গণযোগাযোগ সম্পাদক কলিট তালুকদার, জেলা যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অলোক দাস, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক গোপাল চত্রবর্তী, প্রবীর সাহা প্রমূখ। এসময় বক্তারা সংখ্যালঘু এসব এলাকায় আক্রমন,
অগ্নিসংযোগ, নারী নির্যাতন, ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকির নিন্দা এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন। তারা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনের দাবি জানান।