শিশির সিক্ত কাহিনী …

সন্ধ্যা হিমেল স্পর্শ দিয়ে যায় ….
ঝরা পাতা বুকে কান্নার ঢেউ ;
শিশিরে শিশিরে অশ্রু বিন্দু
সে যাতনা জানি বুঝবে না কেউ ।
আবার উঠবে নব দিনমনি,
সূর্য প্রখর, ব্যস্ত দিন ;
সময়ের তাপে শুকাবে শিশির
মাটির বুকেতে কান্নার ঋণ ।
সান্ধ্য কাননে হিমেল হাওয়ায় ….
আধফোটা কুঁড়ি ঝরে পড়ে হায় !
ঝরা কুঁড়ি বুকে মৃত সে ভ্রমর
অসমাপ্ত প্রেম লিখে রেখে যায় ।