অসৎ ও অপকর্ম

পৃথিবীর কোন আনন্দ নাই,কোন সুখ নাই,আবার কোন দূঃখও নাই।
মহাবিশ্বেরও কোন আনন্দ নাই আবার কোন দুঃখও নাই,
তাদের কোন যন্ত্রণা ও কষ্ট নাই আবার কোন বেদনাও নাই।
তাঁরা কখনো আহত ক্ষত-বিক্ষত আবার রক্তাক্তও হয় না।
ব্যথা আর জ্বালা শুধু মানুষের অন্যায় পাপের যন্ত্রণা,
কঠিন ব্যথায ও বেদনার গভীরে কাঁদে শুধু মানুষের জীবন।
দুঃখ ও কষ্টে জর্জরিত হয় শুধু মানুষের অসৎ অপকর্মের বিদ্বেষ!
আগুনে পুড়ে পুড়ে ধ্বংস প্রাপ্ত হয় শুধু মানুষের আমিত্ব অহংকার ও হিংসা।,
অসৎ অপকর্ম এক জুলুম অন্যায় অপরাধ ও সন্ত্রাস
যা মানুষকে জ্বালায় পোড়ায় আর করে ধ্বংস বিনাশ।