রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক চালু হল আরএনপিপি কেন্দ্রের টার্বাইন আইডল

আবদুল জব্বার, শমিত জামান, ঈশ^রদী, পাবনা থেকে ঃ বেলারুশিয় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রর
নকশা বিশেষজ্ঞরা টার্বাইন এগ্রিগেট রোটর কে গ্রিড সংযোগ ছাড়াই নমিনাল
আইডল স্পিডে পরীক্ষামূলক চালু করেছেন। যা বিদ্যুৎ উৎপাদন ইউনিট পিপারেশন স্টেজের
সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল কাজ। রোটেশন শুরু হওয়াকে প্রকৌশলের ভাষায় বলা হয়
টার্বাইন স্টার্ট ফরম রেষ্ট নির্মাণ কার্যক্রম শেষ করে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রেও একই
উপায়ে বিদ্যুৎ উৎপন্ন হবে। মঙ্গলবার ঈশ^রদীর রুপপুর প্রকল্পের সঙ্গে যুক্ত রুশ সংস্থা রোসাটম
এই তথ্য জানিয়েছে। পরীক্ষা মূলক কর্মসূচী অনুযায়ী টার্বাইন ইউনিটকে নমিনাল
আইডল স্পিডে নেওয়া হয়েছে। বেলারুশিয় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কনস্ট্রাকশন
প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট ও ডিরেক্টর ভিটালী পলিয়ানিন বলেছেন ভাইব্রেশন সহ সব
কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এতে প্রোগ্রামের টার্বাইণ ইউনিটকে গ্রিড কানেকশন
ছাড়াই আইডল স্পিডে পরীক্ষা সম্ভব হয়েছে। বেলারুশিয় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের
মোট ২টি ভিভিইআর রিঅ্যাক্টর ২৪০০ মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। রিঅ্যাক্টর ২টি
বেলারুশের অস্ত্রভেতস্কে প্রস্তুত করা হয়েছে। এটি বেলারুশের প্রথম পারমানবিক বিদ্যুৎ
কেন্দ্র। যাতে রাশিয়া জেনারেশন থ্রি প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ
ভাবে আইএইএ র এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানে নির্মিত হচ্ছে।