লালমনিরহাটে ৩ ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগ ২ স্বতন্ত্র্র ১

লালমনিরহাট প্রতিনিধি।লালমনিরহাটে ৩টি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়োরম্যান পদে আওয়ামী লীগের ২ ও স্বতন্ত্র ১ জন প্রার্থী বিজয়ী হয়েছে।
বেসরকারি ফলাফলে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী রবীন্দ্র নাথ বর্মণ (মোটর সাইকেল) ৪ হাজার ৮১ ভোট  পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইকবাল আজম (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৫৬৬ ভোট। তৃতীয় অবস্থানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল গফুর (নৌকা) ২ হাজার ৬৪৭ ভোট পেয়েছে।  স্বতন্ত্রপ্রার্থী আলী মর্তুজা সাথী (আনারস) ১ হাজার ৩শত ৭৭ ভোট  পেয়েছেন।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের  ছেলে আবু বক্কর সিদ্দিক শ্যামল (নৌকা) ৯ হাজার ৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ৮০৯ ভোট।  বিএনপির প্রার্থী আবু তাহের শফিকুল ইসলাম (ধানের শীষ) ৩৯২ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন (লাঙ্গল) ১৫৮ ভোট।
একই উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে প্রয়াত চেয়ারম্যান শফিউল আলম রোকনের ছেলে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল আলম সাহাদাত (নৌকা) ৪ হাজার ৪শত ৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সফিয়ার রহমান (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্র দল ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম (আনারস) ২২৬ ভোট পেয়েছে।