শিশু রাসেলের হত্যাকারীরা স্বাধীনতা এবং উন্নয়ন বিরোধী –রেজাউল রহিম লাল

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপাপ্ত ) ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এদেশ স্বাধীন না হলে বাঙ্গালী জাতি কত দিন পরাধিন থাকত তা কেউ জানেনা। বাংলাদেশ স্বাধীন না হলে আমরা কেউ এই উচ্চ পর্যায়ে থাকতাম না। দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা এখন উন্নত দেশের মহাসড়কে। জাতির পিতার হত্যা বাঙ্গালী জাতি নয় সারা বিশ্ব একজন মহান নেতাকে হারিয়েছে। জাতির পিতা হৃদয়ের টুকরা নিষ্পাপ শিশু শেখ রাসেলকে যারা হত্যা করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। শিশু রাসেলের হত্যাকারীরা স্বাধীনতা এবং উন্নয়ন বিরোধী।
রবিবার সন্ধ্যায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয় শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দলীয় সুত্রে জানাযায়- নানা আয়োজনে পাবনায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র জন্মদিন। পাবনা জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কেক কাটা, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল, এতিমদেও মাঝে খাদ্য বিতরণ সহ নানা কর্মসুচী পালন করে।
এ উপলক্ষে রোববার পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয় দুপুরে জেলা ছাত্রলীগ, সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ, দুপুরে এতিম খানায় জেলা যুবলীগ এসব কর্মসুচী পালন করে।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি( ভারপাপ্ত) ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন- সহ সভাপতি চন্দন কুমার চক্রবতি, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত আলী বিল্লু, সাংগাঠনিক সম্পাদক বিজয় ভুসন রায়, মনির উদ্দিন মান্না, ধর্ম সম্পাদক আবুল কালাম আজাদ,সদর আওয়ামীলীগ এর সভাপতি মোশারফ হোসেন,পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. তোসলিম হাসান সুমন, সাধারন সম্পাদক শাহজাহান মামুন, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, রনি, ফাহিমুল কবির শান্ত, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান প্রমূখ।