মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ ৬নং মিরপুর ইউনিয়নের ইজ্জতনগর বড়বাড়ী ভগবতী দুর্গাদেবীর পারিবারিক মন্দিরকে সার্বজনিন মন্দির অন্তভূক্তি করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এসএ রেকর্ডীয় ভূমির মালিক সুদর্শন চন্দ্র কর, সুধাংশু কর ও উত্তম কর পক্ষদ্বয় গত ১১ অক্টোবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে প্রকাশ- অনুমান ৯০ বছর পূর্বে রেকর্ডীয় ভূমির মালিক এর পূর্ব পুরুষগন ইজ্জতনগর বড়বাড়ী ভগবতী দুর্গাদেবী মন্দির নামে পারিবারিক মন্দির প্রতিষ্ঠা করেন এবং একটি পুকুর ও দিঘি মন্দিরের নামে উইল করে দেন। উইল মতে পুকুরের আয়ে মন্দির উন্নয়ন ও মন্দিরে পূজা- অর্চনার খরচাদি বহন করার পর অবশিষ্ট অর্থ ওয়ারিশানগনের মাঝে বিতরণ করার কথা রয়েছে। কিন্তু, প্রায় ১৫ বছর ধরে মন্দিরের সেবায়েত শ্রী গনেন্দ্রকর মন্দিরের নামে সরকারী ও বেসরকারী ভাবে অনুদান সংগ্রহ করে আসছেন। এর কোন হিসাব-নিকাশ ও কাউকে দিচ্ছেননা। ইদানিং তিনি উক্ত পারিবারিক মন্দিরকে বিভিন্ন সরকারী ও বেসরকারী (পূজা উদযাপন পরিষদ প্রদত্ত পূজা মন্ডপের তালিকা) দপ্তরে সার্বজনীন মন্দির হিসাবে তালিকাভুক্ত করেন। সর্বশেষ আদায়কৃত টাকা আতœসাত করণ প্রসঙ্গ ও মন্দিরের নাম সার্বজনিন তালিকা থেকে বাদ দিয়ে পারিবারিক মন্দির ও পূজামন্ডপের তালিকায় অন্তর্ভূক্তির আবেদন জানানো হয়।