“জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০” গ্রহন করলেন চাটমোহরের কৃতি সন্তান মেজর জেনারেল ফসিউর রহমান

পাবনার চাটমোহরের চরপাড়া গ্রামের কৃতী সন্তান মেজর জেনারেল ফসিউর রহমান (এল.পি.আর) আজ বিকাল ৩.৩০ ঘটিকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে” জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০”গ্রহন করেছেন। পাবনার আরেক কৃতী সন্তান মাননীয় সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি তাকে “জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০” হস্তান্তর করেন। এ পুরষ্কার প্রাপ্তিতে মেজর জেনারেল ফসিউর রহমান (এল.পি.আর) মহান আল্লাহর নিকট শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এর “জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০” এ পুরস্কৃত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। সেই সাথে তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে, যাঁর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী- মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে শুদ্ধাচার চর্চা, দুর্নীতি প্রতিরোধ, সততা, নিষ্ঠা, নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠা ও মূল্যায়ণ এর লক্ষে এ পুরস্কার প্রণয়ন করায়। তিনি সম্মানিত সেনাপ্রধান ও সম্মানিত প্রতিরক্ষা সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার সকল শুভানুধ্যায়ীদের দো’আ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার সকল উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও অধিনস্থদের যাঁদের সহযোগীতা ছাড়া তার পক্ষে এ পুরস্কার পাওয়া সম্ভব ছিল না। এ বিশেষ দিনে তিনি স্মরণ করেন তার পরম শ্রদ্ধেয় প্রয়াত বাবা-মাকে; যাদের নীতি ও শিক্ষাই ছিল তার পথ চলার শক্তি । পরিবার ও সহোদরদের অনুক্ষণ অনুপ্রেরনা তাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।