বন্যা আর বৃষ্টির পানিতে ডুবে গেছে বসতবাড়ি হাজারো মানুষের দুরাবস্থার

কয়েকদিন থেকে টানা ভাড়িবর্ষন আর উজান থেকে নেমে আসা বন্যার পানিতে লালমনিরহাটে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গতরাত ( শনিবার) রাতভর ভাড়িবর্ষনে লালমনিরহাটের বিভিন্ন এলাকা বন্যার ন্যায় বসতবাড়িতে পানি প্রবেশ করে। এসময় শতশত পরিবার কেতাবালিশ কম্বল নিয়ে বিভিন্ন শুকনো জায়গায় আশ্রয় নিয়েছে। এদিকে লালমনিরহাটের হাতিবান্ধার সানিয়া জান,সিন্দুর্ণা সিঙ্গিমারী, কালীগঞ্জের ডাউয়াবাড়ী ইউনিয়ন,আদিতমারীর মহিষ খোঁচা ইউনিয়ন, লালমনিরহাট সদরের কুলাঘাট,মোগল হট , রাজপুর ইউনিয়নের তিস্তা ও ধরলায় উজান থেকে নেমে আসা বন্যার পানিতে হাজার হাজার পরিবারের বসতবাড়ী পানিতে ডুবে গেছে। এসব এলাকায় জেলা প্রসাশনের পক্ষ থেকে ত্রাণ বিতরন অব্যহত রয়েছে। পানিবন্দি তিস্তা তীরবর্তী পরিবার গুলোকে চাল,ডাল তেল শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান,প্রত্যেক এলাকায় পানিবন্দি পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।