নৌকার প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ধানের শীষের প্রার্থীরা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়ন ও মন্ডতোষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছেন। সদর ইউনিয়নে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ও মন্ডতোষ ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন আকরাম আলী মাস্টার। ভাঙ্গুড়া উপজেলা বিএনপি বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, আগামী ২০ অক্টোবর উপজেলার ভাঙ্গুড়া সদর ও মন্ডতোষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ও প্রত্যাহারের দিন ৩ অক্টোবর। নির্বাচন উপলক্ষে এরইমধ্যে আওয়ামী লীগ ইউনিয়ন দুটিতে গত রোববার প্রার্থী চূড়ান্ত করেছেন। এর ধারাবাহিকতায় কেন্দ্রের সিদ্ধান্ত মতে কেন্দ্রীয় বিএনপি ইউনিয়ন দুটিতে প্রার্থী মনোনয়ন দেন। বুধবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব নূর মুজাহিদ স্বপন ওই দুই প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন।
উল্লেখ্য, সদর ইউনিয়নে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম বিদ্যুৎ সামান্য ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেলাল হোসেন খানের কাছে পরাজিত হয়েছিলেন। অন্যদিকে মন্ডতোষ ইউনিয়নের প্রার্থী আকরাম আলী মাস্টার এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই ইউনিয়নে গত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুর রশিদ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফসার আলীকে (বর্তমানে নৌকার প্রার্থী) পরাজিত করেন।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জেড আই হিরোক দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ভাঙ্গুড়া সদর ইউনিয়নে বিএনপির অবস্থান পূর্ব থেকেই অনেক শক্ত। অন্যদিকে মন্ডতোষ ইউনিয়নেও গতবার বিএনপির প্রার্থী জয়লাভ করেছিল। তাই প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন হলে দুটি ইউনিয়নেই বিএনপির প্রার্থী জয়ী হবার সম্ভাবনা রয়েছে।