টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইনহাউজ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

শফিক আল কামাল (পাবনা) \ পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইনহাউজ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ বুধবার (২৩’সেপ্টেম্বর) সকালে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হ। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৮ দিনব্যাপী কম্পিউটার বেসিক, ই-নথি, গুগল ফরম, গুগল মিট, ইউটিউব চ্যানেল বিষয়ক প্রশিক্ষণ শেষে এ সনদপত্র প্রদান করা হয়। 
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিয়ার মো. জমিদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সড়ক বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী এ. কে. এম. শামসুজ্জোহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চীফ ইন্সট্রাক্টর জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চীফ ইন্সট্রাক্টর শাহ আলম, বাসুদেব রায়, শ্রীবাস চন্দ্র দেব, লিপি রানী সরকার, আনোয়ার রশিদ খান শিরুন, তারিকুল হাকিম, ইন্সট্রাক্টর আলী আকবর মিঞা রাজু, হাসানুজ্জামান, রতন কুমার রায়, ফারহানা খালেদ, আমিরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর ফাহমিদা আক্তার, এরশাদুর রহমান ভূইয়া, নিয়ামুল হক, খাইরুল ইসলাম, কামরুন নাহার, মীর মো. জাফর আলী, খন্ডকালীন শিক্ষক নিয়ামুল হক সুরুজ, প্রধান অফিস সহকারি আব্দুর রাজ্জাক ও লাইব্রেরিয়ান লুৎফর রহমান প্রমুখ।