মহামারি করোনার প্রকোপ শেষ কিংবা বিধিনিষেধ শিথিল হলে হয়তো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাবে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলেও দুই কোটি নারী শিক্ষার্থীর আরো কখনোই স্কুলে ফেরা হবে না। এই শঙ্কা প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী এবং পাকিস্তানের নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই।
নিজ দেশে তালেবান জঙ্গিদের হাতে গুলিবিদ্ধ হয়ে ভাগ্যগুণে প্রাণে বেঁচে যাওয়া মালালা এখন বিশ্ব জুড়ে নারী অধিকার নিয়ে কাজ করছেন।
করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও অধিকাংশ আক্রান্ত দেশে এখনো বন্ধ স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। বর্তমানে অনিশ্চয়তা মধ্যে রয়েছে বিশ্বের ১৬০ কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন। তবে কিছুদিন পর বিশ্ব এই পরিস্থিতি সামলে উঠলেও দেশে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফের খুলে দেওয়া হলে কতজন নারী শিক্ষার্থী পুনরায় স্কুলে পড়াশোনা করতে যাবেন, তা নিয়ে সন্দিহান মালালা। জাতিসংঘের এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তাই নারী শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কার কথাই শোনালেন তিনি।
মালালা বলেন, ‘মহামারি সংকট শেষ হলেও কেবল শিক্ষাক্ষেত্রে আরো ২ কোটি মেয়ে ঝড়ে পড়বে। তাদের আরো কখনোই ফেরা হবে না স্কুলে। ইতিমধ্যে? গোটা বিশ্বে শিক্ষাক্ষেত্রে বরাদ্দের ঘাটতি ২০০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।? নারী শিক্ষার মতো বিশ্বের সামষ্টিক লক্ষ্যগুলো অর্জনে মারাত্মক আঘাত হেনেছে কোভিড-১৯।’ —দ্য ডন