হেমন্তের কান্না

ভালোবাসার সোনালী পথ বড় বেশি মলিন হয়ে গেছে আজকাল। চাঁদের ঝর্ণার আলোয়, পৃথিবীর সে মলিনতা মুছে দিতে চায় যেন। রাতের শিশিরের কান্না বুকে নিয়ে জেগে থাকে হৈমন্তিক চরাচর। রুপালি গোল চাঁদ কুয়াশা ভেজা জ্যোৎস্নার আলো ছড়ায় তোমার কোমল মুখের ভাস্কর্য মায়া অনেক অনেক বছরের যেন পুরাতন প্রণয়ের পুরাণকাহিনী। মনে পড়ে যায় ফেলে আসা দিন। ভালোবাসার কিছু কিছু ঋণের কথা। যেন এক শূন্যতার শিখর ছুঁয়ে যায় আজ। আকাশের পরিসীমায় রাত নামে তোমার মতো ঐ দূরের রেলপথ চলে যায়, রহস্যের মতো দূরে। নবান্নে কৃষকের নিকানো উঠোনে আনন্দের মেলা জীবনের ভাঁড়ারে নতুন ফসলের আয়োজন আমার আকাশে আমানিশার আঁধার গ্রাস করে যেন বারো মাস ।শরীরের নক্ষত্র বিঁধে সারারাত এপাশ ও পাশ।