বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২৩০ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ১টি প্রাইভেট কার উদ্ধার হয়েছে। রবিবার ভোরে বগুড়ার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে পুলিশ সদস্যরা। এসব ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী পিপিএম জানান, রবিবার ভোর ৪ টায় বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়স্থ যাত্রী ছাউনির সামনে ঢাকাগামী একটি প্রাইভেট কার তল্লাশী করা হয়। এসময় চালকের সিটের পাশে বিশেষ কায়দায় রাখা ১৪০ বোতল ফেন্সিডিলসহ দিনাজপুর জেলার ঘোড়াঘাটের ধলিহার গ্রামের মোজাম্মেল হকের ছেলে জাকিরুল ইসলাম জনিকে (৩৩) পুলিশ গ্রেফতার করে। এর আগে বগুড়া শহরের চারমাথাস্থ সাজু হোটেলের সামনে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল সহ একরামুল (৪৩), মোছাঃ রেবেকা (৩৬) ও মোছাঃ রিমাকে (২৬) পুলিশ গ্রেফতার করে। অন্যদিকে বগুড়া শহরের পিটিআই মোড়ের সামনে হতে ৩০ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ রুবিনা বেগমকে (৪০) গ্রেফতার করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক মামলা হয়েছে। মাদক বিরোধি অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।