সুন্দরগঞ্জের বেকাটারি স্কুল মাঠে জলাবদ্ধতা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারি নব-সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটি ভরাট না করায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিদ্যালয় মাঠের পূর্ব পাশ নিচু হওয়ায় সামান্য বৃষ্টি হলে কোমড় পানি জমে যাচ্ছে। নিচু এলাকায় মাটি ভরাট না করলে খেলতে গিয়ে কোমল মতি শিক্ষার্থীরা দূর্ঘটনার শিকার হতে পারে। অভিভাবকদের দাবি করোনা পরিস্থিতি কাটিয়ে স্কুল খোলার আগে মাঠে এবং নিচু এলাকায় মাটি ভরাট একান্ত প্রয়োজন। ২০০৯ সালে স্থানীয় শিক্ষানুরাগী মোজাফ্ফর হোসেন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩০০ জন। বিদ্যালয়টি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে এবং পরীক্ষার ফলাফলও ভাল। কিন্তু বিদ্যালয় মাঠটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়। সে কারণে শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়ে পড়েছে। এছাড়া মাঠের পূর্ব পাশের নিচু এলাকায় সব সময় কোমড় পানি জমে থাকে, যে কোন মহুত্বে শিক্ষার্থীরা পড়ে গিয়ে দূর্ঘটনা শিকার হতে পারে। অভিভাবক শাহ জালাল মিয়া জানান, স্কুল খুললে কিভাবে ছেলে-মেয়েরা মাঠে চলাফেরা করবে। মাঠটি ভরাট করা একেবারে জরুরী হয়ে পড়েছে। প্রধান শিক্ষক লাইজু বেগম জানান, স্থানীয় জন প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও আজ বরাদ্দ মেলেনি।