সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম.সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ৫ সেপ্টেম্বর সকালে এম সাইফুর রহমানের গ্রামের বাড়ি বাহারমর্দনে কোরআন খতম, মিলাদ মাহফিল দোয়া ও শিরনী বিতরণ করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক ও হবিগঞ্জের সাবেক মেয়র জি.কে গউছ জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে সাথে নিয়ে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে ,কবর জিয়ারত ও আলোচনা সভায় অংশ নেন। এ সময় জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতা কর্মীরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও মৌলভীবাজারের জেলা ও উপজেলার মসজিদগুলোতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় । উল্লেখ্য- বিগত ২০০৯ সালে ৫ সেপ্টেম্বর নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-সিলেট মহা সড়কে ব্রাহ্মণবাড়ীয়া জেলার খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মৃত্যুবরণ করেন। তিনি দেশের উন্নয়ন, সিলেট বিভাগসহ নিজ জেলা মৌলভীবাজারে উন্নয়নে নিরলস কাজ করেছেন। দেশের সার্বিক উন্নয়নে ব্যস্ত সময় পার করতেন। এক ব্যতিক্রমি ব্যক্তি ছিলেন।