চলে গেলেন সিরাজগঞ্জের তাড়াশের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষা গুরু আলহাজ্ব ফজলুর রহমান। সোমবার বিকেল ৩ টা ৫ মিনিটে অসুস্থ্য অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাড়াশ উপজেলার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষা গুরু আলহাজ্ব ফজলুর রহমান উপজেলার তাড়াশ পৌরসভার আসানবাড়ী গ্রামের মৃত আলহাজ্ব মহির উদ্দিন সরকারের ছেলে ও তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বর্তমান এস এম সি’র সভাপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৩ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ,সাবেক সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,তাড়াশ উপজেলার সকল শ্রেনি পেশার মানুষ ও উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। মৃত্যুকালে তিনি তার ২টি ছেলে,৪টি মেয়ে,নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরপারে ভাল থাকুন এ উপজেলার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষা গুরু ও সকলের শ্রদ্ধেয় ব্যাক্তি আলহাজ্ব ফজলুর রহমান।