করোনামুক্ত
হয়েছেন অনাবিল সংবাদের বগুড়া জেলা প্রতিনিধি এবং বগুড়া থেকে প্রকাশিত
দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়। বৃহস্পতিবার (২০ আগস্ট)
তার ২য় টেস্টের ফলাফলে করোনা নেগেটিভ হয়েছেন মর্মে মুঠোফোনে নিশ্চিত
করেছেন বগুড়ার তরুণ এই যুব সংগঠক।
করোনা সংক্রমণের শুরু থেকে সঞ্জু
রায় সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন
যার প্রেক্ষিতে আগষ্ট মাসের ৪ তারিখ হঠাৎ অসুস্থতা অনুভব করলে ৫ আগস্ট
তিনি করোনা টেস্ট করে যাতে তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। প্রথম দিকে
বেশকিছু উপসর্গ থাকলেও ১৪ দিন নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকেই সুস্থ
হয়েছেন তিনি। উল্লেখ্য, সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন বিষয়ে তিন বারের
জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঞ্জু রায় বর্তমানে বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং
জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন
করছেন। তার সুস্থতা কামনা করে বগুড়াসহ দেশ-বিদেশের অসংখ্য শুভানুধ্যায়ী
তার পাশে থেকেছেন এবং দোয়া করেছেন সৃষ্টিকর্তাসহ তাদের সকলের প্রতি
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সঞ্জু। সেই সাথে আবারো দ্রুত মানবসেবায়
ব্রতী হয়ে কাজ শুরু করতে চান সেই লক্ষ্যে সকলের দোয়া ও সার্বক্ষণিক
সহযোগিতাও কামনা করেছেন তিনি।