সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করুন. বৃহস্পতিবার পাবনার ফরিদপুর উপজেলা পরিষদের সভা কক্ষে বেলা ১১ টায় মতবিনিময় সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো সেলিম রেজা তার বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার সহযোগিতায় কোভিন- ১৯ মোকাবেলায় সফল হতে পারবেন ইনশাল্লাহ । মানুষের কল্যাণে যারা কাজ করে তারাই প্রকৃত মানুষ । তিনি আরো বলেন, আপনার এলাকার উন্নয়নের পরিকল্পনা করুন আমি সহযোগিতা করব আপনারা যারা বিভিন্ন দপ্তরের দায়িত্বে আছেন তারা সংশ্লিষ্ট দপ্তরের উন্নয়নের নিজস্ব পরিকল্পনা করুন পরিকল্পনা মোতাবেক উন্নয়ন করলে দেশ এগিয়ে যাবে । আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন আপনি অবশ্যই সে সুযোগ কাজে লাগাবেন ।সিভিল সার্জন মেহেদী ইকবাল বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলতেই হবে।মাস্ক বাধ্যতা মূলক, হ্যান্ড স্যানিটাইজেশন ও সামাজিক দুরুত্ব মেনে চলতে হবে। পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ,উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ আলী ,উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর ওমর ফারুক, প্রেসক্লাব সভাপতি আব্দুল হাফিজ প্রমুখ ।অনুষ্ঠান শেষে পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করা হয়।