কলমাকান্দায় জব্দকৃত ভারতীয় পণ্য নিলামে বিক্রি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জব্দকৃত ভারতীয় পণ্য প্রায় ১লাখ টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। আদালতের আদেশে বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা থানার মুক্তমঞ্চে এ পণ্য বিক্রি করা হয়। নিলামের ডাক দুপুর আড়াই টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। ডাকে ১০জন অংশগ্রহণ করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, ১০ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা ৫ জনের কাছে ৮৯ হাজার ১শ” ৪৫ টাকায় এই পণ্য বিক্রি করা হয়েছে। এ অর্থ নিয়মানুযায়ী সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম, ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুল সালাম প্রমূখ।
উল্লেখ্য, গত ৩ জুলাই বিকালে উপজেলা সদরের ডেইটাখালী এলাকা থেকে ভারতীয় পন্যসহ ইসব মিয়া নামে একজনকে আটক করে পুলিশ। পরে আটককৃত পণ্য পুলিশ হেফাজতে রাখা হয়।